নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশ। বৃহস্পতিবার বানতলায় লেদার হাবের উদ্বোধনে গিয়ে এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন চর্মনগরীতে প্রায় ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন বানতলার লেদার হাবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নাম দেন,  কর্মদিগন্ত। মুখ্যমন্ত্রী বলেন, 'চর্মনগরীতে ৮০ হাজার কোটির বিনিয়োগ হবে। চাকরি হবে ৫ লক্ষ মানুষের'। 


ইতিমধ্যেই ১৮৭ জনকে জমি দিয়েছে সরকার। পরে যারা আসবেন, তাদেরও জমির কেনা দামের উপর ইনসেনটিভ দেওয়া হবে। মমতার প্রতিশ্রুতি, এশিয়ার বৃহত্তম লেদার হাব হবে বানতলার এই কর্মদিগন্ত। কমপ্লেক্স থেকে ব্যাগ, জুতো, জ্যাকেট ও অন্যান্য চামড়ার পণ্যগুলি আরো ভালোভাবে রপ্তানি করা হবে। এর ফলে চামড়া শিল্পের পাশাপাশি এই এলাকার মানুষের সামাজিক-অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হবে।



দেশে যেখানে বেকারত্ব বাড়ছে, সেখানে এ রাজ্যে বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন- বন্যায় বিপন্ন! ভাইরাল এই ছবিতে ফুটে উঠল রয়্যাল বেঙ্গল টাইগারের যন্ত্রণা