নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড থেকে কলকাতা আসার পর সরকারি আমলার ছেলের শরীরে মিলেছে করোনাভাইরাস। তবে কলকাতায় প্রথম কেস, এমন তথ্য ভুল বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ব্রিটেন থেকে আক্রান্ত হয়ে এসেছেন ওই যুবক। কলকাতায় ধরা পড়েছে ভাইরাস।                


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার নবান্ন চত্বরে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,''কলকাতায় প্রথম কেস তথ্যটা ভুল। ইউকে থেকে কলকাতা নিয়ে এসেছে।'' এর পাশাপাশি ওই তরুণ ও তাঁর পরিবারের দায়বদ্ধতা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,  দায়বদ্ধতা থাকবে না! একটা জায়গা থেকে আসছি। রোগের প্রার্দুভাব বেশি, আমি কেন নিজেকে আইসোলেট করে রাখব না! ভিভিআইপি থেকে এলআইপি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ডাক্তার বলা সত্ত্বেও দেরি করেছে। এখানে-ওখানে ঘুরে বেরিয়েছে। তার মানে কত লোকের সংস্পর্শে এসেছে। বন্যা হলে সবার বাড়িতে জল ঢোকে।''


রাস্তাঘাটে অফিসফেরত যাত্রীদের ভিড় কমাতে সরকারি কর্মীদের আগেভাগে ছুটি দেওয়ার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। বলেন,''কাল থেকে অফিস হালকা করতে চাই। বিকেল ৪ পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। ১০ থেকে সাড়ে ৫ টা নয়, ৪টের মধ্যে ছুটি করে দেব। যাতে একই সময়ে বাসে, রেলস্টেশনে ভিড় বেশি না হয়। বাড়ি কিন্তু অনেক নিরাপদ। আপনারা সকলে ভালো থাকলে রাজ্যটা ভালো থাকবে। এই দু'সপ্তাহ সতর্ক থাকতে হবে।''


প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার এক তরুণের শরীরে মিলেছে করোনা ভাইরাস। রবিবার লন্ডন থেকে এসেছিলেন তিনি। অভিযোগ, সোমবার মায়ের প্রভাব খাটিয়ে বাঙুর হাসপাতালে দেখাতে যান তিনি। সেখানে চিকিৎসক তাঁকে বেলেঘাটা আইডি যাওয়ার পরামর্শ দিলেও তিনি যাননি। বাড়ি চলে যান। তারপর মঙ্গলবার বেলেঘাটা আইডি-তে যান। সেখানে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষায় তাঁর শরীরে মেলে COVID-19 ভাইরাস।


আরও পড়ুন- কলকাতায় প্রথম করোনা আক্রান্তের কেস নয়, তথ্যটা ভুল, দাবি মুখ্যমন্ত্রীর