নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী (CM) এলেন, ১০ মিনিট থেকে রুজিরা-অভিষেকের (Abhishek Banerjee) মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। মঙ্গলবার সকাল ১১.২৩, হঠাৎই অভিষেক-রুজিরার (Rujira Banerjee) বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেহাতই পারিবারিক সম্পর্কের জের? নাকি রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ এই হাজিরা? রুজিরা-সিবিআই মোলাকাতের আগেই নাটকীয় মোড় নিয়ে শুরু হয় জল্পনা। সিবিআই পৌঁছনোর আগেই অভিষেক-রুজিরার বাড়িতে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। সাদা স্করপিয়তে ঢোকেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রায় ১০ মিনিট বাড়ির ভিতরে ছিলেন মমতা। তাঁর বেরিয়ে যাওয়ার ঠিক তিন মিনিটের মাথাতেই  অভিষেক-রুজিরার বাড়িতে পৌঁছে যায় সিবিআই টিম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ, 'শান্তিনিকেতন' থেকে বেরিয়ে গেল CBI


এ দিন নবান্ন যাওয়ার পথে হঠাৎই হাজির হলেন মমতা। প্রথমে মনে করা হচ্ছিল রুজিরাকে জেরার সময় সেখানেই উপস্থিত থাকবেন তিনি। তবে ১০ মিনিট থেকেই অভিষেক-রুজিরার মেয়েকে নিয়ে বেরিয়ে যান। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা ছিল এলাকায়। তবে কোনও আগাম ইঙ্গিত, খবর ছাড়াই কার্যত সকলকে চমকে দিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী (cm Mamata Banerjee)। স্বাভাবিকভাবে তৈরি হয় জল্পনা। এর আগে কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে জলঘোলা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যান মমতা। 


মঙ্গলবার (Tuesday) দেখা করবেন বলে সোমবারই সিবিআই-কে জানিয়েছিলেন রুজিরা (Rujira Banerjee)। মঙ্গলবার সেই মতোই সকাল ১১.৩৫ নাগাদ হরিশ মুখার্জি রোডে ‘শান্তিনিকেতন’-এ পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দেহজনক লেনদেন নিয়ে এগারো সদস্যের দল প্রশ্ন করবেন রুজিরাকে। এর আগে প্রশ্নোত্তর পর্বে সিবিআইয়ের কাছে সন্তোষজনক বয়ান দেননি রুজিরার বোন মেনকা, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সে ক্ষেত্রে দুই বোনের বয়ান মিলিয়ে দেখা হবে বলেই মনে করা হচ্ছে।