নিজস্ব প্রতিবেদন: চাকরির ব্যাপারে চিন্তা করবেন না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে নতুন প্রজন্মকে আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর বার্তা, সরকারি চাকরি ছাড়া করবেন না, এটা ভাববেন না।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি চাকরি ছাড়া করব না এই ভাবনা ছেড়ে স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। তাঁর কথায়,'চাকরি-বাকরির ব্যাপারে চিন্তা করবেন না। আমি এমন করে বাংলাকে গড়ে তুলেছি, এমন করে পরিকল্পনা করছি অনেকের চাকরি হয়ে গিয়েছে। আরও কয়েক লক্ষ ছেলেমেয়ে বিভিন্নভাবে চাকরিতে ঢুকবে। শুধু একটাই অনুরোধ, সরকারি চাকরি ছাড়া করবেন না এটা ভাববেন না। যা পাবেন নিয়ে নেবেন। ওইটুকু নিতে নিতে একদিন জীবনে অনেক বড় হয়ে যাবেন। স্বপ্নটা বড় হোক। টাকাটা কম হোক। স্বপ্ন বড় হলে টাকাটা বড় হয়ে যাবে। জীবনে নিজের পায়ে সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াবেন।'


রাজ্যে কর্মসংস্থানের যে বিপুল সুযোগ তৈরি হয়েছে তার খতিয়ান তুলে ধরেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'আমাদের সময় ১ লক্ষ ৩০ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করেছি। আরও ৩০ হাজারের বেশি নিয়োগ করা হচ্ছে। বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। যা দেশে ৪৫ বছরে সর্বোচ্চ। দেউচা পাচামিতে কয়লা খনি হচ্ছে। ১০০ বছরে বাংলায় কয়লার সঙ্কট হবে না। হাজার হাজার ছেলেমেয়ের কাজ হবে সেখানে। কয়লা থেকে তৈরি হবে বিদ্যুৎ। তাজপুরে গভীর বন্দর হচ্ছে। রঘুনাথপুরে হচ্ছে জঙ্গলসুন্দরী শিল্পনগরী। লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। বেঙ্গল সিলিকন ভ্যালিতে ১০০ একর জমি দিয়েছি। তা ফুরিয়ে গিয়েছে। আরও ১০০ একর দিচ্ছি। আইটিতে হাজার হাজার ছেলেমেয়ের কাজ হয়েছে। ডেটা সেন্টার তৈরি করছি। উত্তরপ্রদেশ, কানপুর থেকে কাজ করতে আসছে বাংলার লেদার কমপ্লেক্সে। ৫ লক্ষ কর্মসংস্থান হচ্ছে সেখানে।'


তৃণমূল নেত্রী আরও বলেন,'৯০ লক্ষ ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠেছে রাজ্যে। কাজ করছেন ১ কোটি ৩৫ লক্ষ মানুষ। ৬৮টি শিল্প পার্ক, বিশ্ববাংলার শোরুম, বিশ্ববাংলা হাট, মসলিন তীর্থ- একটার পর একটা গড়ে উঠছে। দেড় হাজারের বেশি তথ্যপ্রযুক্তি কোম্পানি আছে। ইলেকট্রনিক হার্ডওয়ার্ক পার্ক ও ১৮টি আইটি পার্ক তৈরি হয়েছে। তৈরি হয়েছে ৫৩৪ কর্মতীর্থ। উৎকর্ষ বাংলায় ৬ লক্ষ বেকার যুবকযুবতীকে চাকরি দিয়েছি। গতিধারা প্রকল্পে ৪৪ হাজার বেকার যুবক-যুবতীকে টাকা দিয়েছে আমাদের সরকার।'      


 


আরও পড়ুন- প্রতিবছর মুখ্যমন্ত্রীর অফিসে ৫০০ পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ, ঘোষণা Mamata-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)