Bangla Divas: `রাজ্যপাল সই না করলেও কিছু যায় আসে না`, ১ বৈশাখ-ই বাংলা দিবস, পাস বিধানসভায়!
মমতা আরও বলেন, `তবে এটা রাজ্যপালের কাছে যাবেই না। কারণ এটা রেজোলিউশন। এটা কোনও বিল নয়। ওরা কোনও আইন জানেই না।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রাজ্যপাল সই না করলে যায় আসে না। সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। আমরা পয়লা বৈশাখ দিনটিকেই পালন করব।' বিধানসভায় পয়লা বৈশাখকে 'বাংলা দিবস' পালনের পক্ষে জোর সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 'বাংলা দিবস-পশ্চিমবঙ্গ দিবস'-এর উপর এদিন দীর্ঘ ১ ঘণ্টা বিধানসভায় শাসক-বিরোধী যুক্তি-পালটা যুক্তির পালা চলে। তারপর শেষমেশ ভোটাভুটিতে পাস হয়ে যায় ১লা বৈশাখকে 'বাংলা দিবস' হিসেবে ঘোষণার সরকারি প্রস্তাব। পক্ষে ভোট পড়ে ১৬৭টি। বিপক্ষে ভোট পড়ে ৬২টি।
মমতা বলেন, '১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত-ই হয়নি। কারণ অবিভক্ত বাংলা ছিল তখন। এখন ১ বৈশাখ বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম দিন। সেদিন হালখাতা হয়। নতুন ব্যবসার শুভ প্রতিষ্ঠা করে মানুষ। যে কোনও শুভ কাজের উদ্বোধন করে মানুষ। শুভ কাজ করে। নবান্নের বৈঠকে ১ বৈশাখেই সায় মেলে। বেশিরভাগ প্রতিনিধি এই প্রস্তাবে সায় দেয়। তাই বাংলা দিবস হিসাবে পয়লা বৈশাখ ও বাংলার সঙ্গীত হিসাবে 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে পালন করার জন্য প্রস্তাবকে সমর্থন করছি।
রাজ্যপাল সই না করলে যায় আসে না। কারণ সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। মানুষ মন থেকে যা চায়, তাকে গুরুত্ব দিতে হয়। দেখব জনগণ না মনোনীত ব্যক্তির শক্তি বেশি।' পাশাপাশি, মমতা আরও বলেন, 'তবে এটা রাজ্যপালের কাছে যাবেই না। কারণ এটা রেজোলিউশন। এটা কোনও বিল নয়। ওরা কোনও আইন জানেই না।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'অনেকে বলেছেন কেন এতদিন পর এটা করা হচ্ছে। এটা এখন করা হচ্ছে তার কারণ এতদিন এই রাজ্যে কোনও একটা দিনকে দিবস হিসাবে পালন করা হয়নি। আমরা তো এতদিন এসব কিছুই জানতাম না। এখন এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি এটা না করি তাহলে একটা ভুল দিনকে চাপিয়ে দেওয়া হবে। কোনও এক বিশেষ দিনে পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে পথ চলা শুরু করেনি। ঐতিহাসিক অনিবার্যতার কারণে দেশ ভাগ হয়। আমরা এতদিন কোনও একটা দিনকে এইভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করিনি, কারণ এমন কোনও দিন ছিল না। কিন্তু যদি এমন কোনও দিন পালন করতেই হয় তাহলে দেশভাগ ও দাঙ্গার স্মৃতি বিজড়িত দিনটিকে কোনও মতেই মেনে নেওয়া যায় না।'
একইসঙ্গে এদিন মমতা রাজ্যের নাম পরিবর্তন নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন। বিধানসভায় দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা রাজ্যের নাম পরিবর্তন করতে চেয়েছিলাম। আপনারা আজ ক্ষমতায় আছেন তাই করলেন না। যেদিন ক্ষমতা উলটাবে, সেদিন করব।' এদিন বিধানসভায় "বাংলার মাটি বাংলার জল" গানটিকে রাজ্য সংগীত হিসাবে গ্রহণের পর সমবেত কণ্ঠে সেটি গাওয়া-ও হয়। গলা মেলান মুখ্যমন্ত্রী নিজেও। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার রদবদল নিয়ে এদিন রাজ্যপালের কাছে ফাইল পাঠাল রাজ্য। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,'ছোট্ট একটা পরিবর্তন হবে। রাজ্যপালের কাছে ফাইল পাঠিয়েছি।'
আরও পড়ুন, BIG BREAKING: রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বাড়ল একলাফে ৪০ হাজার!