বিবেকানন্দ উড়ালপুর তৃণমূলের সিন্ডিকেট সংস্কৃতির পরিণাম: প্রধানমন্ত্রী
`রাজ্যে সিন্ডিকেট সংস্কৃতি চলছে। বাংলাকে মুক্ত করতে হলে প্রথমে সিন্ডিকেট সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে। বামেরা `সিন্ডিকেটওয়ালা`, মমতা দিদি `সিন্ডিকেটওয়ালি`। কলকাতার বিবেকানন্দ উড়ালপুর সিন্ডিকেট সংস্কৃতির পরিণাম`, ভোট প্রচারে এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওয়েব ডেস্ক: "রাজ্যে সিন্ডিকেট সংস্কৃতি চলছে। বাংলাকে মুক্ত করতে হলে প্রথমে সিন্ডিকেট সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে। বামেরা 'সিন্ডিকেটওয়ালা', মমতা দিদি 'সিন্ডিকেটওয়ালি'। কলকাতার বিবেকানন্দ উড়ালপুর সিন্ডিকেট সংস্কৃতির পরিণাম", ভোট প্রচারে এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও বলেন, "বাংলার বিকাশ করতে, আজ দিল্লি সরকার আপনার ভাগ্য পরিবর্তনের জন্য সংকল্পবদ্ধ"। তৃণমূল সরকার রাজ্যের মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বাংলার সরকারকে কটাক্ষ করে বলেন, "এখানের সরকার আপনার ভাগ্য পরিবর্তনের জন্য, কিছু না করলে, ভাই আর বোনেরা আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে না"।