নিজস্ব প্রতিবেদন: ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো কমিটিগুলিকে কর দেওয়ার নোটিস পাঠিয়েছে। তার প্রতিবাদে সরব হলেন তৃণমূল নেত্রী। মমতার দাবি, দুর্গা পুজো কমিটিগুলির উপরে কোনওরকম কর বসানো চলবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। আমরা আমাদের জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত।' 



তিনি আরও লিখেছেন,'উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার  কর প্রত্যাহার করেছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোনওরকম কর বসানো চলবে না।'      



আয়কর দফতরের নোটিসের প্রতিবাদে পথে নামছে তৃণমূল। আগামী ১৩ অগাস্ট আয়কর দফতরের সামনে ধরনায় বসার ঘোষণা করেছেন মমতা। টুইটে নেত্রী জানান,'আগামী ১৩ই আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের 'বঙ্গ জননী' শাখা ধরনায় বসবে (সকাল ১০টা-সন্ধ্যে ৬টা)। কর্মকর্তা, অংশগ্রহণকারী-সহ সকলে, যাঁরা বাংলাকে ভালোবাসেন, আসুন ও যোগদান করুন।' 



আয়কর দফতর সূত্রে জানা গিয়েছিল, টিডিএস নিয়ে তথ্য দিতে না পারায় পুজো কমিটিগুলিকে পাঠানো হয়েছিল নোটিস। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন,'আয়কর ডাকলে কেউ যাবেন না। পুজো মানুষকে আনন্দ দেয়। টাকা, চাঁদা দেয় মানুষ। তুমি মোদী বাবু টাকা দাও? পুজো বন্ধ করে দেবে?'


আরও পড়ুন- 'গোর্খাল্যান্ড'-এর নীচে অমিত শাহের সই, মুখ লুকাতে ব্যস্ত বিজেপি