নিজস্ব প্রতিবেদন: সেই ৩০ জুন মমতা বলেছিলেন,'কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে ইন্টারনাল অডিট হচ্ছে। কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে না!' মুখ্যমন্ত্রীর নিশানায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ছিলেন তা স্পষ্ট হয়েছিল ওই দিনই। সমবায় ব্যাঙ্কের হিসাবের তদন্তে গড়িমসি নিয়ে বুধবার প্রশাসনিক বৈঠকে মমতার (Mamata Banerjee) রোষের মুখে পড়েন সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের হিসাবপত্তর খতিয়ে দেখতে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তাতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাঁথি ছাড়াও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। এ দিন অরূপ রায়কে (Arup Roy) মমতা বলেন,'কো-অপারেটিভ ব্যাঙ্কের অডিট হচ্ছে না কেন? তদন্ত করতে গেলেও কি হাইকোর্টের অনুমতি প্রয়োজন?'


বেনামি অ্যাকাউন্টের টাকা সরকারি কোষাগারে আনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম না নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,'সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টগুলো রয়েছে। ওখানে অডিট হবে। অডিট করতে কেউ বারণ করেনি! অডিট সরকার করতেই পারে। ধরুন আমি বেনামে এক হাজার বেনামি অ্যাকাউন্ট করে রেখে দিলাম। কেউ জানতেও পারল না অথচ একটা জায়গায় হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে রেখে দিলাম। বেনামি অ্যাকাউন্ট পেলেই টাকা সরকারি কোষাগারে চলে আসবে। কোথাও কোথাও সরকারকে সদয় ও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়। ওই টাকাটা একজন ব্যক্তি ভোগ করবে কেন? ওই টাকাটা মানুষ ভোগ করবে। এটা মানবিকতার স্কিম।'  


আরও পড়ুন- পরিবারের সব মহিলারাই কি পাবেন লক্ষ্মীর ভান্ডারের অনুদান? স্পষ্ট করে দিলেন Mamata
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)