নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাধানিষেধ জারি থাকবে আগামী ১৫ জুন পর্যন্ত। কার্যত লকডাউন বিধিতে কয়েকটা ছাড়ের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যে রয়েছে খুচরো বা রিটেল দোকান।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,''আমাদের কাছে কিছু অনুরোধ এসেছে। যেমন বইয়ের দোকান, খুচরো দোকান ইত্যাদি। এরকম আরও দোকান আছে। শাড়ি ও গয়নার দোকান ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা রাখছিলাম। তার সঙ্গে যুক্ত হবে খুচরো দোকান।''


এছাড়া তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ লোক নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) । এর পাশাপাশি নির্মাণ সংস্থা কর্মীদের টিকা দিয়ে মাস্ক ও সামাজিক দূরত্বের বিধি মেনে কাজ করাতে পারে বলে জানান তিনি। 


গত ১৫ মে বিধিনিষেধ জারি করে নবান্ন (Nabanna)। জানানো হয়েছিল,৩০ মে পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি দফতর বন্ধ থাকবে। তার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন। বাস, মেট্রো ও ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তার পর ২৭ মে বিধিনিষেধ ১১ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়  (Mamata Banerjee)। 


আরও পড়ুন- আব্বাসকে নিয়ে ঝড় সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে; জোট ভাঙতে নারাজ সূর্যকান্ত