ওই ওখানে ধরা পড়ল, এখানে ধরা পড়ল, রোগ নিয়ে রাজনীতি হচ্ছে: মমতা
গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: সরকারি আমলার ছেলের শরীরে মিলেছে করোনাভাইরাস। রাজ্যে করোনাভাইরাস নিয়ে রাজনীতি করার জন্য নানা গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। একইসঙ্গে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন মমতা।
নবান্ন চত্বরে সরকারি অনুষ্ঠানে মমতা বলেন, ''কেউ কেউ বড্ড গুজব রটাচ্ছেন। ফেক নিউজ করছেন। ছবি নিয়ে যার-তার নামে নিউজ করে দিচ্ছে। ওই ওখানে ধরা পড়ল, এখানে ধরা পড়ল। কেন্দ্রীয় সরকারের আইনটা লাগু করেছি। আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।'' এনিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়,''ইচ্ছাকৃতভাবে রোগ নিয়ে রাজনীতি কেন? এ পার্টি, ও পার্টির পক্ষ নেন, দায়িত্বজ্ঞানহীন নিউজে আতঙ্ক ছড়ালে কড়া পদক্ষেপ করবে সরকার। পার্টি করার টাইম পাবেন। আমার সঙ্গে দিল্লির ঝগড়া আছে। এখন করছি না। করোনা মোকাবিলায় ওদের থেকে বেশি করছি।''
কলকাতায় প্রথম করোনা আক্রান্তের ঘটনাও মানতে নারাজ মমতা। তাঁর যুক্তি,''কলকাতায় প্রথম কেস তথ্যটা ভুল। ইউকে থেকে কলকাতা নিয়ে এসেছে।'' দেশের বাইরে থেকে এলে শারীরিক পরীক্ষা করানো উচিত। ভিআইপি বলে রেহাই মিলবে না, বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন,''দায়িত্বশীল হওয়া উচিত ছিল। সকলের কাছে অনুরোধ করব, বিদেশ থেকে আসতেই পারেন। পরিবার পরিজন এখানে আছেন তাঁদের। এখানে ভিআইপি-এলআইপি করার জায়গা নেই। আমার ঘরে যে নিয়ম, আপনার ঘরেও সেই নিয়ম। পরীক্ষা করান। সেল্ফ স্টেটমেন্ট দিয়ে বলছেন, আমরা ভালো আছি। ১৫ থেকে ২৭ দিন আলাদা করে থাকুন।''
আরও পড়ুন- বিদেশ থেকে প্রায় ৯৫ হাজার মানুষ এসেছেন শহরে, বিধি মেনে চলার বার্তা মমতার