নিজস্ব প্রতিবেদন: ইডি সূত্রে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কয়লাকাণ্ডে ১ সেপ্টেম্বর রুজিরা ও অভিষেককে তলব করা হয়েছে। সরাসরি এনিয়ে কোনও মন্তব্য করলেন না মমতা। তবে বুঝিয়ে দিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্রীয় সরকার। তাঁর কথায়,'রাজনৈতিকভাবে অভিষেকের সঙ্গে লড়াই করো।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়লা মন্ত্রক কেন্দ্রের অধীনস্থ এ দিন তা মনে করিয়ে দেন মমতা। তিনি বলেন,'কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে? তৃণমূলের দায়িত্বে কয়লা নেই। কয়লা তোমার সিআইএসএফের দায়িত্বে। কেন্দ্রের মন্ত্রকের হাতে। তোমার মন্ত্রক কী করছিল? আমি এক ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা আসানসোলকে লুঠে খেয়েছে। কাউকে ধরে জোর করে কারও নাম লিখিয়ে নিলাম, এটা হতে পারে না অমিত শাহ। ভুলে যাবেন না, নির্বাচনের সময় যত নেতা-মন্ত্রীরা এসেছিল, আসানসোলে কয়লা মাফিয়াদের কাছে থেকেছিল। আমার কাছে সব খবর আছে। কারা ছিল ইস্ট-ওয়েস্ট হোটেলে? তালিকা বের করব?'


প্রতিহিংসা রাজনীতি তিনি করেন না বলে দাবি করলেন মমতা। তাঁর কথায়,'মনে রেখো বাংলা জায়গাটা অন্যরকম। টিট ফর ট্যাট হবে। একটা আঙুল দেখালে দশটা আঙুল রেডি আছে। আমি আজ পর্যন্ত প্রতিশোধমূলক কিছু করিনি। তোমার নেতা-মন্ত্রীরা মহিলাকাণ্ডে জড়িয়ে পড়েছে। আমি আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করিনি। বা কারও বিরুদ্ধে কিছু করিনি। কিন্তু তোমরা কীসের জন্য করছ? অভিষেকের সঙ্গে রাজনৈতিকভাবে লড়ো। বক্সির সঙ্গে রাজনৈতিকভাবে লড়ো। পার্থের সঙ্গে লড়ো। রাজনৈতিকভাবে লড়ো ব্রাত্য, তৃণাঙ্কুর, সিদ্দিকুল্লার সঙ্গে। কল্যাণ, কাকলির সঙ্গে রাজনৈতিকভাবে লড়ো।'


ইডি-র কাছে পাল্টা তথ্য প্রমাণ তুলে দেবেন বলে জানান মমতা। বলেন,'পকেটে একটা ছোট্ট নেংটি ইঁদুর। ওই নেংটি ইঁদুরটা তোমার পকেট কেটে দিয়েছে। সেটা তুমি দেখোনি। তুমি একটা ইডি দেখাবে আমি বস্তা ভরে কাগজ পাঠাব। মামলা না হলে আদালতে যাব। তুমি সব ম্যানেজ করবে ভাবলে অত সহজ নয়। সবটাই তো ম্যানেজ করে বসে আছো দেশটাকে ড্যামেজ করে। আজও কিছু কিছু লোক আছে যারা ভয় পায় না কথা বলতে পারে। গুজরাটের কম ইতিহাস আমরা জানি না। সব কিছু মনে রেখো।' তাঁরা বার্তা,'রাজনীতি প্রতিহিংসার জন্য নয়। আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি। এমন প্রতিহিংসাপরায়ন রাজনীতি দেখিনি। তুমি ইডি-সিবিআই দেখাচ্ছো!'


আরও পড়ুন- সরকারি চাকরি ছাড়া করবেন না এটা ভাববেন না, স্বপ্নটা বড় হোক, টাকাটা কম হোক: Mamata


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)