নিজস্ব প্রতিবেদন : "সৌরভ ঘরের ছেলে। ওর সঙ্গে কথা হয়েছে।"  নব নির্বাচিত বিসিসিআই সভাপতিকে সংবর্ধনা দেওয়ার প্রসঙ্গে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সৌজন্যে মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সেখানেই নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে জানান, বাংলার দুই কৃতী সন্তানকে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কখন, কোথায়, কীভাবে সংবর্ধনা দেওয়া হবে সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী খোলসা করে কিছু জানাননি। 


আরও পড়ুন, রোজভ্যালি মামলায় নবান্নে গিয়ে মুখ্যসচিবকে চিঠি ধরাল সিবিআই, তলব অর্থ দফতরের অফিসারকে


মুখ্যমন্ত্রী বলেন, সৌরভের সঙ্গে কথা হয়েছে। ওকে শুভেচ্ছা জানিয়েছি। সৌরভ ঘরের ছেলে। কবে সময় পাওয়া যাবে, সেটা কথা বলেই ঠিক করা হবে। প্রসঙ্গত, চলতি মাসের শেষেই শহরে আসছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মাত্র একদিনের জন্যই কলকাতায় আসবেন তিনি। তাঁকেও রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দেওয়া হবে।