নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় নেতারা যে হোটেলে থাকছেন সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে হোটেল মালিকদের। এমন অভিযোগ করছেন সায়নী ঘোষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বুধবার নবান্ন সভাঘরে ক্ষোভ গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি প্রতিক্রিয়া দেন,'হোটেলেও থাকতে দিচ্ছে না। হোটেলে গিয়েও ডিস্টার্ব করছে। এটা টু মাচ! ডেমোক্রেসির ডি নেই। লোকতন্ত্রের ল নেই। ল অ্যান্ড অর্ডারের ল নেই। অর্ডারও নেই। না আছে ল। একটা গুন্ডাইজম চলছে। ভ্যান্ডালিজম চলছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ত্রিপুরায় তৃণমূল যে বিকল্প হয়ে উঠছে এ দিন তার ইঙ্গিত দেন মমতা। তিনি জানান,'আজ আমাকে চিঠি লিখেছেন ত্রিপুরার প্রাক্তন স্পিকার জিতেন সরকার। তিনি ৫ বারের বিধায়ক ছিলেন। আমি ও আমার সঙ্গে অনেকে যোগ দিতে চাই লিখেছেন। আমি চিঠিটা অভিষেকদের পাঠিয়ে দিয়েছি।'


তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ অভিযোগ করেছেন, ত্রিপুরায় বৈঠকে বাধা দিতে হোটেলে আড়াই ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া ছিল। কলকাতা থেকে আসা তৃণমূল নেতাদের যাতে ঘর না দেওয়া হয়, সেজন্য হোটেল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছে। ত্রিপুরায় এসে বিজেপির গণতন্ত্রের যে বহর দেখলাম তা স্বৈরাচার বললে স্বেচ্ছাচারের অপমান হয়! মমতা (Mamata Banerjee) হুঁশিয়ারি দেন,'এরম করে আটকানো যাবে না। ত্রিপুরায় আমরা জিতব নেক্সট। কারণ বাংলার স্কিমগুলি ত্রিপুরায় চালু হোক আমরা চাই। ত্রিপুরার মানুষও বিনা পয়সায় চিকিৎসা ও চাল পাক। ত্রিপুরার মানুষের ভালো হোক। এটা আমরা চাই। ওরা যে হিংসা করছে দেখতেই পাচ্ছেন। মহিলা সাংসদদের মাথা ফাটিয়ে দিয়েছে।'


ত্রিপুরার রাজ্যপাল তৃণমূলকে সময় দেননি বলে অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'আমাদের দল রাজ্যপালের কাছে সময় চেয়েছিল। সময় পাইনি। বলেছে ১৫ অগাস্টের পরে সময় দেব। অথচ আমাদের এখানে রাজ্যপালের কাছে গিয়ে রোজ বিজেপি নেতারা বসে থাকে। সরি টু সে। আমাদের গভর্নর বেশি সময় দেন। গভর্নর ভালো বলতে হবে। সেজন্য বিজেপিকে বেশি সময় দেন। আর প্রতিদিন সন্ধেবেলায় তাঁদের সঙ্গে আলোচনায় বসে।'     


আরও পড়ুন- পরিকল্পনা বহির্ভূত খরচ, বৈঠকে না থেকেও Mamata-র কোপে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)