আলাপনের মতো অফিসার দেখান! ওকে পূর্ণ সহযোগিতা করব, `সেলফিশ জায়ান্ট` খোঁচা Mamata-র
অস্কার ওয়াইল্ডের `সেলফিশ জায়েন্ট` গল্পকে উদ্ধৃত করে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার। কেন্দ্রের চিঠি নিয়ে প্রাক্তন মুখ্যসচিবের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,'আলাপন বন্দ্যোপাধ্যায় যোগ্য অফিসার। অত্যন্ত সৎ। সারা জীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ওঁর মতো অফিসার দেখান! পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত উনি নেবেন। যেভাবে বলবেন, সেভাবে সরকার পূর্ণ সহযোগিতা করবে আলাপনকে।'
কেন্দ্রকে দুষে মমতা বলেন,'কেন্দ্রীয় সরকার এমন এক অফিসারকে বিপাকে ফেলছে যিনি গত ১৫ দিনের মধ্যে ছোট ভাই, বোনপো ও মাকে হারিয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ছেলেটা। জীবনভর দেশের জন্য কাজ করেছেন। এটা দায়িত্বজ্ঞানহীন আচরণ। আমরা লড়াই করব।'
অস্কার ওয়াইল্ডের 'সেলফিশ জায়েন্ট' গল্পকে উদ্ধৃত করে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'ওরা ইচ্ছে করে করছে। কোনও আইন মানছে না। গায়ের জোরে যদি কেউ ভাবে আমি সেলফিস জায়েন্ট হব! গায়ের জোরে তো আইন চলে না। আইন আইনের মতো চলে। দেশটা শুধু বিজেপির নয়। কটা রাজ্যে ক্ষমতায় আছে? বেশিরভাগ রাজ্যে বিরোধীরা ক্ষমতায়। রাজীব গান্ধীর ৪০০ আসনের সংখ্যাগরিষ্ঠতা ছিল। তাও এসব করতেন না। মাত্র ৩০০ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এত বড় বড় কথা কীসের! আজ সরকারে আছে। ২৪-এ নাও থাকতে পারে। গায়ের জোরে নিয়ম হয় না। সংবিধান আছে দেশে। যা ইচ্ছা গায়ের জোরে করা যায় না। হাত তুলে ধ্বনি ভোটে পাশ করিয়ে দিল! এটা হয় না।'
প্রসঙ্গত, অল ইন্ডিয়া সার্ভিসের (শৃঙ্খলা ও আবেদন) ৮ নম্বর রুল অনুযায়ী আলাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যত হয়েছে কেন্দ্রীয় সরকার। ৩০ দিনের মধ্যে তাঁকে সশরীরে বা লিখিতভাবে আত্মপক্ষসমর্থনের সময় দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রের অভিযোগ,'প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থেকে সরকারি কর্মী হিসেবে বিপযর্য় মোকাবিলা আইনের ৫১ (বি) লঙ্ঘন করেছেন।'
আরও পড়ুন- Mukul Roy বিধায়ক থাকলে তো পিএসি চেয়ারম্যান, হুঁশিয়ারি Suvendu-র