ওয়েব ডেস্ক : নোট বাতিল নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সাহায্য চাইলেন তিনি। তাঁর দাবি, "নোট বাতিলের ফলে চরম দুর্দশার মধ্যে পড়েছেন চা শ্রমিকরা। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত নিয়ন্ত্রণ আনার পথে এবার রাজ্য সরকার


টুইটে তিনি লিখেছেন, আন্তর্জাতিক চা-দিবসে আমি ফের কেন্দ্রীয় সরকার ও RBI-কে অনুরোধ করছি, তাঁরা বাংলার চা শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। চা শ্রমিকরা ক্ষুধার্থ, নোট বাতিলের জেরে তাঁরা মারা যাচ্ছেন। আমাদের সরকার ও জেলা শাসকদের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কের অবিলম্বে তাঁদের কাছে নগদ পৌছে দেওয়া উচিত।