এবার গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন তাঁর কণ্ঠে `জাগো দুর্গা`
মহালয়ায় গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: করোনার প্রাদুর্ভাব। বাংলাকে বাঁচাতে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কঠিন সময়ে বৃহস্পতিবার, মহালয়ায় দেবী বন্দনায় মুখ্যমন্ত্রী। তাঁর কণ্ঠে শোনা গেল, জাগো তুমি জাগো জাগো দুর্গা...।
কখনও তাঁর কবিতায় উঠে এসেছে দেশ ও দশের কথা। নাগরিকত্ব সংশোধনী আইন হোক বা ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার অথবা নোটবন্দি- কবিতায় গর্জে উঠেছেন মমতা। কখনও গদ্য লেখায় সমাজের দর্পণ। আবার কখনও তাঁর তুলির টানে জীবন্ত হয়েছে ক্যানভাস। পুজোয় সুরুচি সঙ্ঘের থিম সং-ও লিখে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও দেন। এবার আবার লেখালিখি নয়, বরং গাইলেন মমতা। মহালয়ায় ফেসবুকে নিজের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। মমতা গাইলেন, জাগো তুমি জাগো জাগো দুর্গা...। (সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ)
গতবছর, ২০১৯ সালে লোকসভা ভোটের গণনার আগের দিন তাঁর আঙুলের স্পর্শে সিন্থেসাইজারে উঠেছে সুরের মূর্চ্ছনা- প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো আরো আরো দাও প্রাণ...।
এদিন বাঙালিকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করেছেন, ''শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।'' (বানান ও বাক্য অপরিবর্তিত) প্রধানমন্ত্রী টুইট করেছেন, ''এবার মহালয়ায় মা দুর্গার কাছে অতিমারীর হাত থেকে বিশ্বকে বাঁচানোর প্রার্থনা করছি। মা দুর্গার আশীর্বাদে সকলের সুস্থ থাকুন, জীবনে আসুক সুখ। গোটা বিশ্বের উন্নতি হোক।''
আরও পড়ুন- 'চাকরি দিন', প্রধানমন্ত্রীর জন্মদিনে 'জাতীয় বেকারত্ব দিবস' পালন