ওয়েব ডেস্ক : এ বার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ক্যাগ রিপোর্ট বলছে, ২০০৫-এ গুজরাতে গ্যাস উত্তোলনের জন্য গঠিত একটি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন উর্জিত প্যাটেল। ওই সংস্থাকে দেওয়া প্রায় ২০ হাজার কোটি টাকা লোন বিভিন্ন ব্যাঙ্কের অনাদায়ী ঋণের তালিকায় চলে গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সেকারণেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পক্ষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করা সম্ভব নয়। মোদী নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কেন্দ্র ও RBI-এর কড়া সমালোচনা করেছেন মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকারের 'তুঘলকি' সিদ্ধান্তে সাধারণ মানুষেরই ভোগান্তি হচ্ছে বলে তোপ দাগেন তিনি।


আরও পড়ুন, নোট বাতিলের ফলে সাধারণ মানুষের ভোগান্তির দায় নিতে হবে প্রধানমন্ত্রীকেই : মমতা