ওয়েব ডেস্ক : রাজভবনে গিয়ে রাজ্যপালকে পাহাড় পরিস্থিতি জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই পাহাড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। তারপরই আজ রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক প্রধানকে গোটা পরিস্থিতি অবহিত করান। পাশাপাশি, গুরুংদের ওপর চাপ বাড়াতে GTA -তে ফের সচিব পর্যায়ে রদবদল করল রাজ্য। GTA -এর নয়া সচিব হলেন সি মুরুগান। এগজিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হল আরও এক IAS দীপপ প্রিয়াকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মোর্চার বনধের তৃতীয় দিনে অনেকটাই ছন্দে পাহাড়


গত কয়েকদিন ধরেই গোর্খাল্যান্ডের দাবিতে ফের উত্তপ্ত পাহাড়। নতুন করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সেখানে নামানো হয়েছে পুলিস ও আধাসেনা। পরিস্থিতির দিয়ে নজর রেখেছে রাজ্য সরকার।