জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বজবজে বাজির গোডাউনে বিস্ফোরণকাণ্ডে সিআইডি তদন্তের আদেশ দিয়েই ক্ষান্ত হননি, সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এবার আগামী বৃহস্পতিবার এগরার খাদিকুলেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্ন  সূত্রে এমনটাই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের বাজি কারখানায় বিস্ফোরণ! বজবজে যাবেন মুখ্যমন্ত্রী...


গত ১৬ মে খাদিকুলে বিস্ফোরণে উড়ে যায় একটি বাজি কারখানা। কারখাার ছাদ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পাশের পুকুরে ও জমিতে। স্বাভাবিকভাবেই সেইসময় কারখানায় যারা কাজ করছিলেন তাদের কী অবস্থা তা সহজেই অনুমান করা যায়। বিস্ফোরণের পরও শ্রমিকদের দেহাংশ উড়ে এসে পড়ে পাশের পুকুরে। রাস্তা ও জমিতে মেলে মানুষের ছিন্নভিন্ন দেহ। পুকুরে ডুবুরি নামিয়ে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়। এখনওপর্যন্ত ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। ওই বিস্ফোরণের পর থানার আইসির বিরুদ্ধে ব্য়বস্থা নিয়ে রাজ্য সরকার।  জানা যাচ্ছে বিস্ফোরণ নিহতদের পরিবারের মানুষজন ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কথা বলবেন প্রশাসনের লোকজদনের সঙ্গেও।  


এদিকে, ওই বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন কারখানার মালিক ভানু বাগ। তার খোঁজ পাওয়া যায় কটকের একটি হাসপাতালে। ঘটনার পরই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, সীমান্ত কাছে হওয়ায় কারখানার মালিক পালিয়েছে ওড়িশায়। সেখানকার হাসপাতালেই তার উপরে নজর রাখতে শুরু করে ওড়িশা পুলিস। দেশের ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল ভানুর। শেষপর্যন্ত গত শুক্রবার তার মৃত্যু হয়। গ্রেফতার করা হয়েছে তার ছেলে ও ভাইকে।


এগরার পরপরই বজবজ ও ইংরেজবাজারে বাজির গোডাউনে বিস্ফোরণ ঘটে। রবিবার সন্ধেয় বজবজে এক বাজির গোডাউনের বিস্ফোরণে মৃত্য়ু হয় ৩ জনের। পাশাপাশি আজ মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে সেই একই বাজির গোডাউনে বিস্ফোরণ প্রাণ হারিয়েছেন ২ জন। এনিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বেআইনি বাজি কারখানা চলতে দেওয়া যায় না। ওই ঘোষণার পরই জেলায় জেলায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে বিপুল বাজি।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)