নিজস্ব প্রতিবেদন:  নীরব মোদীকাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নরেন্দ্র মোদী। রবিবার তিনি টুইট করে বলেন, হিরে ব্যবসায়ী নীরব মোদীকে ঘিরে সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণা আরও বড় কোনও জালিয়াতির একটি ক্ষুদ্র অংশ মাত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



টুইটে তিনি আরও বলেন, ‘এটি হিমশৈলের একটি চূড়ামাত্র। নোট বাতিলের সময়েই ব্যাঙ্কিং প্রতারণা অনেক বেড়েছে। এই ঘটনায় আরও অনেক ব্যাঙ্ক জড়িত। প্রকৃত সত্যর সামনে আসা প্রয়োজন।‘


মমতার আরও অভিযোগ, ‘নোট বাতিলের সময়েই বড়সড় প্রতারণা হয়েছে। ব্যাঙ্কের শীর্ষকর্তাদের বদল করা হয়। কে ব্যাঙ্ক আধিকারিকদের বদল করলেন? তাঁদের জায়গায় কাদের নিয়ে আসা হল?  সব কিছুরই সঠিক তদন্তের প্রয়োজন। এই প্রতারণা নোট বাতিলের সময়েই হয়েছিল। আরও অনেক ব্যাঙ্ক প্রতারণার সঙ্গে জড়িত। ’