নিজস্ব প্রতিবেদন: নানা সময় তাঁর লেখনী গর্জে উঠেছে প্রতিবাদে। প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাখ্যান করার ঘোষণার পর কবিতা লিখে 'অন্নদাতা'দের শ্রদ্ধার্ঘ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলমের ছন্দে অভিনন্দন জানালেন কৃষকদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিঙ্গুরের কৃষি জমি রক্ষা আন্দোলনে মমতার ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সেই আন্দোলন নাড়িয়ে দিয়েছিল বাংলার রাজনীতিকে। ঝড়-জলে সেই আন্দোলনই মমতার লেখনীর পরতে পরতে উঠে এসেছে। চাষিদের আত্মকথা সশব্দ হয়েছে মমতার কলমে। মুখ্যমন্ত্রী শুরু করেছেন, অন্নদাতার অন্নর অধিকার/ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি প্রান্তরে/ কৃষিক্ষেত্র জাগবেই/ দীর্ঘদিনের আন্দোলনের ফসল/ তোমাদের স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য – অহংকারে ভগ্ন”। পরিশেষে রয়েছে আন্দোলনের জয়গান- তবুতো থামোনি/ থামোনি তোমরা/ লড়ে গেছো আপন গৌরবে/ তাই তো আজ জয়ী হলে তোমরা/ অভিনন্দন সংগ্রামী সৌরভে।     



কখনও এনআরসি কখনও সিএএ- আগেও নানা ইস্যুতে কলম ধরেছেন মমতা। পার্ক সার্কাসে সিএএ-র বিক্ষোভ মঞ্চে ক্যানভাসে প্রতিবাদী ছবিও এঁকেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কৃষক আন্দোলনকে শুরু থেকে সমর্থন দিয়েছেন মমতা। সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিধিদেরও পাঠিয়েছিলেন। গত বিধানসভা ভোটের আগে কৃষক নেতা রাকেশ টিকায়েত এসে বিজেপি বিরোধী প্রচার করে গিয়েছেন বাংলায়। মমতা ক্ষমতায় আসার পর নবান্নে এসেছিলেন টিকায়েত। কৃষকদের পাশে থাকার জন্য মমতাকে ধন্যবাদ জানিয়েছিলেন।               


আরও পড়ুন- কেন বিএসএফের বিরুদ্ধে মন্তব্য? প্রাইভেট নম্বর থেকে হুমকি-ফোন, অভিযোগ উদয়নের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)