ওয়েব ডেস্ক : জরুরি ভিত্তিতে কলকাতা বন্দরে অবতরণ করানো হল মুখ্যমন্ত্রীর বিমানের । ইন্ডিগো বিমানটির দিল্লি, লখনউ,কলকাতা এরপর ব্যাঙ্গালুরু উড়ে যাওয়ার কথা ছিল। সকাল থেকেই খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকবার রুট বদল করতে হয় বিমানটিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস


পটনা থেকে বিমানটি ওড়ার পর কলকাতার আকাশে আসে ৮টা বেজে ২৭ নাগাদ। কলকাতা বিমান বন্দরে ইন্ডিগো বিমানটির আগে ছিল পাঁচটি বিমান। এরফলে  মিনিট তেরো আকাশেই উড়তে হয় বিমানটিকে। বিমান চালক জানায় জ্বালানি কম আছে।তাই  আটটা চল্লিশ নাগাদ জরুরি ভিত্তিতে বিমানটিকে নামানো হয় কলকাতা বিমানবন্দরে। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।