ব্যুরো:টার্গেট,  কলকাতাকে ভ্যাট মুক্ত করা । শহর জুড়ে তাই বসছে আরও ৩৫টি কমপ্যাক্টর। পুরসভার এই প্রকল্পে সিংহভাগ টাকাই দিচ্ছে রাজ্য সরকার। বরাদ্দ হয়েছে ৩০ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শহরের এখানে ওখানে জঞ্জালের ভ্যাট।  রাস্তায় বেড়োলে জমে থাকা জঞ্জালের দুর্গন্ধ। কলকাতা পুরসভা কম্প্যাক্টর স্টেশন বসানোর পর অনেকটাই বদলে গিয়েছে এ ছবি। এখন শহরে কাজ করছে ৫০টি কম্প্যাক্টর স্টেশন। রয়েছে ৩৬টি মুভেবল কম্প্যাক্টর।


এখানেই শেষ নয়, নতুন করে আরও ৩৫টি কম্প্যাক্টর স্টেশন বসানোর উদ্যোগ নিয়েছে পুরসভা। ইউপিএ জমানায় JNNURM  প্রকল্পের আওতায় শহরে কম্প্যাক্টর বসানোর প্রকল্প মঞ্জুর হলেও কেন্দ্রের সাহায্য মেলেনি। নতুন কম্প্যাক্টর স্টেশন বসানোরও সিংহভাগ টাকাও দিচ্ছে রাজ্য।  


প্রকল্পের জন্য পুরসভাকে ৩০কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ইতিমধ্যে ১৫ কোটি টাকা হাতে এসেছে পুরসভার। ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু করে দেবে নতুন ১৫টি কম্প্যাক্টর স্টেশন। পুরসভার আশা চলতি  আর্থিক বছরের মধ্যেই কাজ শুরু করবে  সবকটি নতুন  কম্প্যাক্টর স্টেশন। পুরোপুরি ভ্যাট মুক্ত হবে কলকাতা।