ওয়েব ডেস্ক: নারদ মামলায় আগামীকালই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের হবে। রাজ্যের হয়ে মামলা লড়বেন কপিল সিব্বল। আইনি পথে নারদ রায়কে চ্যালেঞ্জ জানানোর কথা শুক্রবারই জানান মুখ্যমন্ত্রী। সেই মতো তত্পরতাও শুরু হয়ে যায়।সোমবারই সুপ্রিম কোর্টে আবেদন করবে রাজ্য।রাজ্যের হয়ে মামলা লড়বেন কপিল সিব্বল। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করবে রাজ্য। দিনের প্রথমার্ধেই রাজ্যের তরফে আবেদন জানানো হবে। কিসের ভিত্তিতে CBI তদন্ত, শীর্ষ আদালতে সে প্রশ্নই রাখবে রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মারামারির ঘটনায় গ্রুপ অফ বারস্ এর মালিক জগজিত্‍ সিং গ্রেফতার


রাজ্যের যুক্তি, মামলাকারী পুলিসে অভিযোগ জানিয়েই জনস্বার্থ মামলা করেন। পুলিসকে তদন্ত করার জন্য সময়ই দেওয়া হয়নি বলে অভিযোগ। গত বছর বিধানসভা ভোটের ঠিক আগে এই ভিডিও কেন প্রকাশ করা হল, সেপ্রশ্নও রাখবে রাজ্য। ভিডিওতে যাদের দেখা গেছিল তাদের কয়েকজনের পক্ষ থেকেও দিল্লিতে আইনি তত্পরতা শুরু হয়েছে বলে খবর। ফলি নরিম্যান, KK ভেনুগোপাল, গোপাল সুব্রহ্মণ্যমের মতো প্রথমসারির  আইনজীবীদের সঙ্গেও এই মামলা নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন  অ্যাপোলো কাণ্ডে পুলিসের স্ক্যানারে এবার আরও দুই শীর্ষ কর্তা