রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্বিমুখী নীতি নিলেন মুখ্যমন্ত্রী। একদিকে, লগ্নি টানতে শিল্পপতিদের আরও বেশি সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গুরুত্ব দেওয়া হয়েছে MADE EASY বিজনেস মডেলে। অন্যদিকে, ধর্মঘট রুখতে ও কলকারাখানা চালু রাখতে নো শাট ডাউন পলিসির ওপর জোর দিয়েছে রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিনিয়োগ টানতে শিল্পসভায় আবার কল্পতরু মুখ্যমন্ত্রী। লগ্নি প্রক্রিয়ায় গতি আনতে শিল্পপতিদের জন্য আগেই কয়েক দফা সুযোগ সুবিধা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সোমবার টাউন হলে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে সেই তালিকা আরও লম্বা হল।


রাজ্যে শিল্প গড়তে চাইলে ১৫ দিনেই মিলবে প্রভিশনাল লাইসেন্স


পুর এলাকায় ট্রেড লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে


জমির চরিত্র বদল থেকে দমকলের অনুমোদন, সব কিছুই খুব বেশি হলে দুমাসের মধ্যে হয়ে যাবে।


এই প্রতিশ্রুতি নতুন মেড ইজি বিজনেস মডেলের। শিল্পে গতি আনতে পুরো প্রক্রিয়া আরও সরল করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।


মেড ইজি বিজনেস মডেলে জমির মিউটেশন হবে ২১ দিনে


৩০ দিনেই সম্পন্ন হবে জমির চরিত্র বদল প্রক্রিয়া


পুরসভা ছাড়াও বিল্ডিং প্ল্যান অনুমোদন করতে পারবে অন্যান্য নিগম


চা ও পাট শিল্পে NO SHUT DOWN POLICY নিয়ে এগোতে চায় রাজ্য। শ্রমিক ধর্মঘট হোক কি মালিকপক্ষের লকআউট, কোনওটাই যাতে না হয়, তার জন্য সচেষ্ট মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের এই উদ্যোগ বিনিয়োগে কতটা গতি আনে, সেদিকে তাকিয়ে শিল্পমহল।