ওয়েব ডেস্ক: তৃণমূলের নীতিনির্ধারণ কমিটির সঙ্গে কালিঘাটের বাড়িতে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রয়েছেন দলের বিভিন্ন জেলার সভাপতিরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


প্রতি মাসের প্রথম শনিবার এই সাংগঠনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রশাসনের পাশাপাশি সাংগঠনকেও সমান গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী। উনিশে মে-র পর এই নিয়ে চারটি সাংগঠনিক বৈঠক করলেন তিনি।


রনং দেহী মমতা: দলের নেতাদের ও প্রশাসনকে কড়া বার্তা দিলেন


প্রথম থেকেই দলের শৃঙ্খলায় রাশ টানতে চাইছেন মুখ্যমন্ত্রী। দুশো এগারো আসনে বিপুল জয়ের পর দলের ইমেজে কোনও দাগ তিনি আর বরদাস্ত করবেন না বলেই মত রাজনৈতিক মহলের।


 


উল্লেখ্য, গতকালই উত্তর ২৪ পরগণার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো দলের নেতাদের সিন্ডিকেট ও দুর্নীতির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এর পাশাপাশি প্রশাসনকেও দ্বর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে উন্নয়নের কাজে তিনি কোনও রকম ঢিলেমিই বরদাস্ত করবেন না। ফলে ঘটনাক্রম থেকে এটা পরিস্কার যে ২১১-এর তুমুল বিজয়িনী কিছুতেই আর দাগ লাগতে দেবেন না তার ইমেজে যা আসলে তাঁর দলেরই ইমেজ।