ওয়েব ডেস্ক: শিল্প টানতে রাজ্যের ভরসা এখন নির্মাণ শিল্প। বেঙ্গল লিডস, বিশ্ববঙ্গ সম্মেলন, এক জানালা ব্যবস্থা। এত করেও বড় বিনিয়োগের মুখ দেখেনি রাজ্য। এবার শিল্প নিশ্চিত করতে টাউনশিপ গড়ার ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। পুরমন্ত্রীর দাবি, পরিকাঠামো শিল্পে জোর দিলে স্বাভাবিকভাবেই বিনিয়োগের দরজা খুলে যাবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে লগ্নির খরা কাটাতে MADE EASY বিজনেস মডেলে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক দীর্ঘসূত্রিতা থেকে বিনিয়োগ প্রক্রিয়াকে বের করে আনতে পনেরো দিনের মধ্যে প্রভিশনাল লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু শিল্পের দেখা নেই। তলানিতে কর্মসংস্থান। অথচ এগিয়ে আসছে বিধানসভা ভোট। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শিল্প নিশ্চিত করতে মরিয়া রাজ্য। নির্মাণ শিল্পের কাঁধে ভর রেখেই এবার বিনিয়োগ টানতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। 


পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, '৬টি জেলায় নগরোন্নয়ন দফতরের জমিতে টাউনশিপ তৈরি হবে। শিলিগুড়ি, শান্তিনিকেতন, আসানসোল, কল্যাণী, ডুমুরজলা ও বারুইপুরে গড়ে উঠবে নতুন টাউনশিপ। ই-টেন্ডারের মাধ্যমে টাউনশিপ নির্মাণে উদ্যোগকারীদের বাছাই করা হবে। এছাড়াও বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটি থিম্যাটিক টাউনশিপ গড়ে তোলা হবে। গড়ে উঠবে তথ্য-প্রযুক্তি, ফিল্ম, স্পোর্টস টাউনশিপ।' পুরমন্ত্রীর দাবি, টাউনশিপ তৈরি হলে স্বাভাবিক ভাবেই আসবে বিনিয়োগ। 


টাউনশিপের হাত ধরে রাজ্যের শিল্পক্ষেত্রে খরার ছবিটা বদলাবে? পুরমন্ত্রী জানিয়েছেন, টাউনশিপ প্রজেক্টে বিনিয়োগকারীদেরই জমি কিনতে হবে। রাজ্য সরকার শুধুমাত্র নজরদারি চালাবে।