ওয়েব ডেস্ক: দেশজুড়ে ভক্তি আন্দোলনের অন্যতম প্রচারকারী গুরু সন্ত রবিদাসের ৬৪০তম জন্মবার্ষিকী পালিত হল আজ। সন্তের জন্মদিন উপলক্ষ্য কলকাতায় পার্ক সার্কাস এলাকায় শোভাযাত্রা  করেন তাঁর অনুগামীরা। এদিন মিছিল দেখে হঠাত্‍ই গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ত রবিদাসের প্রতি  শ্রদ্ধা জানিয়ে বেশ কিছুক্ষণ শোভাযাত্রায় সামিল হন তিনি।


আরও পড়ুন- নোট বাতিলের ধাক্কা, রাজস্ব আদায়ে ১৮০০ কোটি টাকার 'ক্ষতি'


এদিকে, আগামী ১ বছরে রাজ্যে ১৩ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজ্য বাধানসভায় ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে আজ এমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শুরু থেকে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন অর্থমন্ত্রী। বলেন, ''কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এই নীতির ফলে সমস্যায় পড়়েছে রাজ্য সরকারগুলি। আর তাই চলতি আর্থিক বছর নির্ধারিত কর আদায়ের পরিমাণে প্রায় ১৮০০ কোটি টাকার রাজস্ব ঘাঁটতি দেখা দিয়েছে।''


আরও পড়ুন- হাইকোর্টের তিরস্কার দুই পুলিস কর্তাকে, তিরস্কৃত ভারতী ঘোষ এবং রাজীব কুমার