নিজস্ব প্রতিবেদন: একুশের (2021 Assembly Election) মহারণে লক্ষ্য নারীশক্তি। মহিলা ভোটব্যাঙ্ক মাথায় রেখেই আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে কোমর বাঁধছে তৃণমূল (Trinamool)। আগামী ৮ মার্চ International Women's Dayতে পথে নামছে মমতা। ভবানীপুর (bhabanipur) থেকে যাদবপুর (Jadavpur) পর্যন্ত হবে পদযাত্রা। নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী (Cm Mamata)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলা নিজের মেয়েকেই চায়। একুশের ভোটের আগে নয়া স্লোগানে ভোট ময়দানে সওয়ার হয়েছিল তৃণমূল। মমতা (Mamata Banerjee) যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, এতে কোনও সন্দেহ নেই। একুশের ভোটের আগে মহিলা ভোটকেই পাখির চোখ করছে ঘাসফুল শিবির। কিন্তু কেন? 


আরও পড়ুন: আধা সেনার ১৬টি দল নিয়ে বড়সড় অভিযান, লক্ষ্য কে? মুখে কুলুপ EDর


বাংলায় ভোটারের অনুপাত ১০০০  জন পুরুষ প্রতি ৯৫৬ জন মহিলা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০০০ জন পুরুষ প্রতি ৯৬১ জনে। দেশে মহিলা ভোটারের (Femake Voter) অনুপাত বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। তামিলনাড়ু (Tamilnadu), কেরল (Kerala), অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) মহিলা ভোটার ৫০%-এর বেশি। 


নির্বাচন কমিশন বলছে, পশ্চিমবঙ্গে (West Bengal) পুরুষ ভোটার ৩.৭৩ কোটি, মহিলা ভোটার ৩.৫৯ কোটি। ভোট দেন রাজ্যের  ৮১% মহিলা। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলই একমাত্র দল যেখানে ৪২ প্রার্থীর ১৭জন ছিলেন মহিলা, অন্যদিকে বিজেপির (BJP) ৫ জন মহিলা প্রার্থী ছিলেন। ভোটব্যাঙ্কের লক্ষ্যেই মহিলা মোর্চা গড়েছে গেরুয়া শিবিরও। অন্যদিকে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্পের মতো একের পর প্রকল্পে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছে স্বাস্থ্যসাথীর মাস্টারস্ট্রোকও। 


এ ছাড়াও ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি অংশ নিয়েছে এ রাজ্যের মেয়েরা। অন্যদিকে, কন্যাশ্রীর হাত ধরে রাষ্ট্রসঙ্ঘের সম্মান পেয়েছে রাজ্য। মহিলা ভোটারের অনুপাত যত বেড়েছে, মহিলা-ভোটের গুরুত্বও বেড়েছে তত। ওয়াকিবহাল মহল বলছে, সেই কথা মাথায় রেখেই মহিলা ভোটে জোড় দিচ্ছে তৃণমূল