ওয়েব ডেস্ক: 'ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, ক্ষমতায় আসবে তৃণমূল'। 'ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, জেলে যাবে তৃণমূল'। রাজ্য জুড়ে এই দুই স্লোগানই ঝড় তুলেছিল। হ্যাঁ মমতা, না মমতা-এই মেরুকরণের ভোটে জয়ী,  "ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, ক্ষমতায় আসবে তৃণমূল", হ্যাঁ, আবারও মমতা। রাজ্যে এসে যিনি 'দিদিমনি'কে নারদ শূলে বিদ্ধ্ব করেছিলেন, তিনিই প্রথম জানালেন, "জয়ের জন্য অভিনন্দন"। টুইট থেকে ফোন, সৌহার্দ্যতে কোনও কৃপণতা করেননি নরেন্দ্র মোদী। পাল্টা ধন্যবাদ জানাতেও পিছুপা হননি মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর প্রথম টুইট, "ধন্যবাদ"।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 দ্বিতীয় টুইটে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে।



. @arunjaitley Thanks many

— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2016

 তৃতীয় টুইটে, 'পছন্দের মানুষ' অমিত জি-কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।