নিজস্ব প্রতিবেদন : কলকাতা শহরের রাস্তায় ফের বাসে বাসে রেষারেষি। আর তার মাঝে পড়ে প্রাণ হারালেন এক পথচারী। দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে বেলগাছিয়া মেট্রো স্টেশনের সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, সন্তান হলে বাড়বে সংসারের খরচ, অন্তঃসত্ত্বার পেটে লাথি শ্বশুরের


অভিযোগ, বেলগাছিয়া মেট্রো স্টেশনের সামনে যাত্রী তুলতে গিয়ে থ্রিসি বাই ওয়ান রুটের দুটি বাস রেষারেষি শুরু করে। দুটি বাসের মাঝখানে পড়ে যান পথচারী বাদল দাস। তাঁকে কার্যত পিষে দেয় বাস। গুরুতর জখম হন ওই ব্যক্তি।


আরও পড়ুন, ছেলেকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মা


আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গেই বাদল দাস নামে ওই ব্যক্তিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘাতক বাস দুটিকে আটক করেছে টালা থানার পুলিস। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।


আরও পড়ুন, স্টেশন মাস্টারের ভুলে মাঝের লাইনে ট্রেন, হাওড়া শাখায় রেল অবরোধ


উল্লেখ্য, পথ নিরাপত্তায় শহরজুড়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর  প্রচার চলছে। কিন্তু তারপরেও যে হুঁশ ফেরেনি, এই ঘটনা আরও একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ।