ওয়েব ডেস্ক: শহরের ৩ ব্যবসায়ীকে এক সঙ্গে পুড়িয়ে মারার চেষ্টা। গায়ে কেমিক্যাল ঢেলে খুনের চেষ্টার অভিযোগ উঠল লেদার কমপ্লেক্স থানা এলাকায়। ঘটনায় অভিযোগ উঠেছে যে, গতকাল ৩ ব্যবসায়ী বন্ধু মিলে একটি জায়গায় বসে আড্ডা মারছিলেন। সে সময় এক যুবক এসে তাঁদের গায়ে রাসায়নিক ছিটিয়ে দেয় বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যবসায়ীদের পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় ভিনরাজ্যের সুপারি কিলারকে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। আহত ৩জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ব্যবসায়িক শত্রতার জেরেই এই ঘটনা বলে অনুমান।


আরও পড়ুন