Manoj Tigga: মনোজ টিগ্গার পাঁজরে ‘চোট’, দুই চিকিত্সক সাংসদের দুই ‘রিপোর্ট’
বগটুইকাণ্ডে সোমবার বিধানসভায় রীতিমতো হাতাহাতি-রক্তারক্তি কাণ্ড হয়।
নিজস্ব প্রতিবেদন : বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গার (Manoj Tigga) পাঁজরে চোট কেমন? এ নিয়ে দুই ডাক্তারের তরজা। আসরে তৃণমূলের শান্তনু সেন এবং বিজেপির সুভাষ সরকার।
বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার পাঁজরের হাড় কি ভেঙেছে? এই নিয়ে দুই মত দুই চিকিত্সক-সাংসদের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, মনোজ টিগ্গার পাঁজরে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। নিজের ফোনে সেই ছবিও দেখান তিনি। বলেন, "ওনার বাঁদিকের ষষ্ঠ পাঁজরের হাড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে। এক্স-রেতেও সেটা ধরা পড়েছে।" কিন্তু, তৃণমূল সাংসদ চিকিৎসক শান্তুনু সেন সোমবারই দাবি করেন যে, টিগ্গার পাঁজরে কোনও ফ্র্যাকচার নেই। আজ মঙ্গলবার তাঁর সুর আরও চড়া। টুইট করে তিনি তোপ দেগেছেন, "বিজেপি সবসময়ই মিথ্যে বলে। টিগ্গার পাঁজরের হাড় ভাঙেনি। কর্মরত রেডিওলজিস্ট হিসেবে আমি নিশ্চিত করছি, এমনটা হয়নি। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক এস ভাটিয়া তাঁকে পরীক্ষা করেছেন। তাঁর মতে, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।"
প্রসঙ্গত, বগটুইকাণ্ডে সোমবার বিধানসভায় রীতিমতো হাতাহাতি-রক্তারক্তি কাণ্ড হয়। বগটুই কাণ্ড নিয়ে উত্তাল হয় বিধানসভা অধিবেশনের শেষ দিন। বিজেপি-তৃণমূল, দুপক্ষের বিধায়করাই নিজেদের মধ্যে ব্যাপক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা। নজিরবিহীন হাতাহাতির জেরে ভেঙে যায় বিধানসভার লাইট। তুমুল ধাক্কাধাক্কি চলতে থাকে দুপক্ষের মধ্যে। এরপরই বিরোধী চিফ হুইপ বিধায়ক মনোজ টিগ্গা (Manoj Tigga) অভিযোগ করেন যে, তাঁকে ধাক্কা মারা হয়েছে। তাঁর জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পরই বিজেপি মনোজ টিগ্গার বুকে পাঁজরের হাড়ে চোট লেগেছে বলে সরব হয়। কিন্তু, কলকাতায় কোনও বেসরকারি হাসপাতালে মনোজ টিগ্গাকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ করে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে রাজ্য ছেড়ে দিল্লির এইমসে মনোজ টিগ্গার চিকিত্সার ব্যবস্থা করে বিজেপি। যদিও, তৃণমূলের দাবি, হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন-ই নেই।