Kolkata: শরীরে আঘাতের চিহ্ন, পুলিসকর্মীর রহস্যমৃত্যু! স্ত্রী-পুত্র মিলে খুন?
Kolkata: কিন্তু পুলিসকর্মী শংকর চট্টোপাধ্যায় গতকাল মারা গিয়েছেন একথা মানতে নারাজ প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার বাড়ির বাইরে রাস্তায় ফেলে মারধর করা হয় শংকর চট্টোপাধ্যায়কে।
অয়ন ঘোষাল: কলকাতার এক পুলিসকর্মীর অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকার। মৃত পুলিস কর্মীর নাম শংকর চট্টোপাধ্যায় (৫৯)। আলিপুর থানার এএসআই ছিলেন শংকর। বৃহস্পতিবার সন্ধ্যায় শংকরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই প্রতিবেশীরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। ছড়িয়ে পরে উত্তেজনা। প্রতিবেশীদের অভিযোগ অসুস্থ শংকরকে খুন করেছে স্ত্রী-পুত্র।
আরও পড়ুন: Mamata Banerjee: সংখ্যালঘুদের উপর অত্যাচারে উদ্বিগ্ন, বাংলাদেশ নিয়ে এবার বড় কথা বলে দিলেন মমতা!
আজ নয় কয়েকদিন আগেই মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁদের। পাশাপাশি প্রায় সময় মারধর করতো মা-ছেলে, এমনকি গত দু'দিন আগে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হয়েছিলো বলে জানান তারা। প্রতিবেশীরা একশো ডায়েল করে বিষয়টি পুলিসকে জানালে রিজেন্ট পার্ক থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস সূত্রে খবর, অসুস্থ শংকর চিকিৎসার কারণে ছুটি নিয়ে বাড়িতে ছিলো। বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। দেহে কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
কিন্তু পুলিসকর্মী শংকর চট্টোপাধ্যায় গতকাল মারা গিয়েছেন একথা মানতে নারাজ প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার বাড়ির বাইরে রাস্তায় ফেলে মারধর করা হয় শংকর চট্টোপাধ্যায়কে। সেদিনের পর থেকেই আর তাকে কেউ দেখতে পাননি এলাকায়। এমনকি গতকাল যখন দেহ উদ্ধার হয় তখন দেহে পচন ধরে গিয়েছিল বলে দাবি তাদের। অমানবিক অত্যাচার করা হতো অসুস্থ এই পুলিসকর্মীর উপর।
বাড়ির প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মধ্যে মতানৈক্য থাকায় তাকে মারধর করা হতো বলে অনুমান প্রতিবেশীদের। প্রতিবেশীদের দাবি গতকাল দিনভর পরিবারের তরফে চেষ্টা করা হয়েছে যেভাবে হোক একটা ডেথ সার্টিফিকেট জোগাড় করার। প্রাথমিকভাবে প্রতিবেশীরা রুখে দাঁড়ালে পুলিস ও তাদের সহায়তা করেনি বলে দাবি। তারপর বিষয় জানাজানি হতেই পিছু হটে তারা। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি প্রতিবেশীদের।