নিজস্ব প্রতিবেদন: পড়ন্ত কার্তিকের দীর্ঘ অপরাহ্ন শেষে তখন সবে দিগন্ত ছুঁয়েছেন দিনমণি। এমন সময় আকাশপানে চাইল মহানগর। স্থির হয়ে গেল হাজার হাজার চোখ। আকাশে এমন রঙের খেলা কি সহজে দেখা যায়। মোবাইল ফোনের ক্যামেরায় সেই মুহূর্ত ধরে রাখলেন অনেকে।
অবন ঠাকুর বলতেন আলোর আলো। আগুনরঙা পেঁজা তুলোর মতো মেঘ। কিন্তু আম জনতার উন্মুখ হয়ে চাইবার সময় কই? তার মাঝেও সোমবার বিকেলের সুপারস্টার কলকাতার আকাশ। যেন গোটা দিনের চিত্রনাট্যের শো স্টপার। মিনিট দশেক স্তব্ধ করে দিল সব কিছু। আলো মাখল টালা থেকে টালিগঞ্জ। আলো মাখল ইট-কাঠ-পাথরের জঙ্গল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মুকুল বধে অর্জুনের পঞ্চবাণ


সন্ধে নামতেই ফেসবুক ওয়ালে নামল সেই ছবির ঢল। যে যেখানে ছিলেন বন্দি করেছেন মোবাইল ফোনের ক্যামেরায়। জানান দিল, সবাই আছি এক আকাশেরই নইই নিচে।