পিয়ালী মিত্র: কালীপুজোর দিন শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগল বানতলা লেদার কমপ্লেক্সে। এখনও পর্যন্ত ১১ জন শ্রমিককে উদ্ধার করেছে দমকল। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয় এখনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীপাবলিতেও ছুটি নেই। রোজকার মতোই এদিন সকালে বানতলা লেদার কমপ্লেক্সে কাজ করছিলেন শ্রমিক। কাজ চলছিল একটি চারতলা ভবনে। এরপর আচমকাই ওই ভবনের একতলায় আগুন লেগে যায়। শুধু তাই  নয়, দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার ঢেকে যায় চারপাশ! খবর পেয়ে একে একে ঘটনাস্থল পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। যে চারতলা ভবনে আগুন লেগেছে, সেই ভবনের বিভিন্ন তলায় আটকে পড়েছিলেন ১১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করেন দমকলকর্মীরা।



আরও পড়ুন: TET Agitation: দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের


শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণ আসেনি। কীভাবে এই অগ্নিকাণ্ড? তা স্পষ্ট নয় এখনও। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কারণ খতিয়ে দেখা হবে। কয়েক দিন আগে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে হলদিয়া আইওসিতে। আহত হন ৩ জন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)