নিজস্ব প্রতিবেদনঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শহরে চলে আসবে বর্ষা। কিন্তু এই বছর বর্ষাতেও কী বানভাসি হবে শহর কলকাতা। বিভিন্ন জায়গায় জমে থাকবে জল? জি২৪ঘণ্টায় মেয়র পারিষদ নিকাশি, তারক সিং জানালেন কী প্রস্তুতি কলকাতা পুরসভার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশি, তারক সিং জানিয়েছেন, বৃষ্টি হলে শহরে জল জমবেই। নিকাশির পরিকাঠামোর জল ধারণ ক্ষমতার বেশি বৃষ্টি হলে জল জমবেই। জল জমবে না পৃথিবীর কোথাও এই দায়িত্ব কেউ নিতে পারেনা। প্রশ্ন হল নিকাশি ব্যবস্থা ঠিক আছে কিনা।


তারক সিং জি২৪ঘণ্টায় জানিয়েছেন কলকাতা শহরের জল নিকাশি হয় মূলত বিদ্যাধরী নদী এবং আদি গঙ্গায়। তিনি জানিয়েছে দীর্ঘদিন ধরে তিনি শুনেছেন কলকাতায় ড্রেনেজের জল টানার ক্ষমতা ঘণ্টায় ছয় মিলিমিটার। যদিও তিনি জানিয়েছেন এই কথা অসত্য তা তিনি কাজ করতে গিয়ে বুঝেছেন। তিনি জানিয়েছেন নতুন যন্ত্র কিনে নিকাশি ব্যবস্থাকে উন্নত করা হয়েছে। 


২০১০ থেকে ২০১৫ অবধি ড্রেনের ভেতর থেকে ১ লক্ষ ৭৭ হাজার মেট্রিকটন শিল্ড তোলা হয়েছে ড্রেনের ভিতর থেকে। ২০১৫ থেকে ২০২০ সালে সেটাই হয়েছে ১০ লক্ষ ৪৪ হাজার মেট্রিক টন। তাঁর দাবি এই মাটি তুলে ফেলার ফলে ২০১৫ সালের পরে বৃষ্টিতে শহরে কোথাও নৌকা চলেনি অথবা মানুষকে ঠেলায় করে পারাপার হতে হয়নি।   


তারক সিং জানিয়েছেন কলকাতার ৬৫ শতাংশ জল যায় বিদ্যাধরী নদীতে। বাকি জল যায় আদি গঙ্গায়। সমুদ্রে জোয়ার এলে গঙ্গায় জল বাড়ে। সেই সময় খালগুলিরও জল বাড়ে এবং সেই সময় লকগেট বন্ধ করে শহরে জল ঢোকা আটকান হয়।    


আরও পড়ুনঃ Khidderpore: ক্ষিদিরপুরে রহস্যমৃত্যু, ভুকৈলাশে উদ্ধার জোড়া দেহ


নিকাশি ব্যবস্থা উন্নত করর জন্য পাঁচটি নতুন পাম্পিং স্টেশন করা হয়েছে। এখন মোট ৭৬টি পাম্পিং স্টেশন চলে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন যে আরও দুটি পাম্পিং স্টেশন আসছে ফলত মোট ৭৮টি পাম্পিং স্টেশন চলবে। এই পাম্পিং স্টেশনগুলির মধ্যে মোট ৪০৮টি পাম্প রয়েছে। সবসময় এই পাম্প চলে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন পুরসভার কাছে ৪০০ গাড়ি রয়েছে যা দিয়ে ড্রেনের ভিতর থেকে মাটি টেনে বের করা হয়। 


মেয়র পারিষদ তারক সিং জি২৪ঘণ্টায় জানিয়েছেন, আমহার্স্টস্ট্রিটে গত বছরের সমান বৃষ্টি হলেও ৪-৫ ঘণ্টার বেশি জল থাকবে না। তিনি একই সঙ্গে আরও জানিয়েছেন মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়ার মতো এলাকা কথাওই বেশি সময় জল জমে থাকবে না এই বছরের বর্ষায়। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)