নিজস্ব প্রতিবেদন:  বিধাননগর পুরবোর্ড নিয়েও উদ্বেগ বাড়ল তৃণমূলের। বোর্ড মিটিংয়ে এলেনই না মেয়র সব্যসাচী দত্ত। শরীর খারাপের কারণ দেখিয়ে গরহাজির মেয়র। বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের হাজিরাও যথেষ্ট কম। ৪১ জনের মধ্যে হাজির মাত্র ১৬ জন কাউন্সিলর। বোর্ড মিটিংয়ে হাজির কাউন্সিলরদের সিংহভাগই মেয়র ঘনিষ্ঠ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



প্রসঙ্গত, সব্যসাচী দত্তের বিজেপি সঙ্গ নিয়ে জল্পনা বাড়ছেই। গত মার্চে বিধাননগর বিধানসভার আওতাধীন সকল কাউন্সিলরদের নিয়ে  নির্বাচনী কর্মিসভা ডেকেছিল তৃণমূল। তাত্পর্যপূর্ণভাবে সেখানেও অনুপস্থিত ছিলেন সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা মেয়র সব্যসাচী দত্ত।


‘সন্দেশখালিতে দাঁত ফোটাতে পারবে না বিজেপি,সবই মুকুল রায়ের প্ল্যান’,অকপট ন্যাজাটকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান


এরপর মুকুল রায়ের তাঁর বাড়িতে লুচি আলুর দম খেতে যাওয়ার পর এই জল্পনা আরও তুঙ্গে ওঠে। তাছাড়াও এবারের নির্বাচনে প্রচারেও সেভাবে অংশ নিতে দেখা যায়নি সব্যসাচী দত্তকে। যদিও দলের শীর্ষ নেতৃত্বের পাশে দাঁড়িয়ে স্পষ্টতই পদ্মফুলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।


কিন্তু এদিনও বিধাননগর পুরনিগমের বোর্ড মিটিংয়ে সব্যসাচী দত্তের না আসায় জল্পনা আরও বাড়ে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এদিনের বৈঠকে আসেননি।