নিজস্ব প্রতিবেদন: কৃষি আইনগুলি যখন পাস হচ্ছিল, তখন তৃণমূলের ২২ জন সাংসদ কী করছিলেন? কৃষকদের মমতার পাশে থাকার বার্তায় প্রশ্ন তুললেন মহম্মদ সেলিম। সিপিএম নেতার কটাক্ষ, উনি ইভেন্ট ম্যানেজার। বড় ইভেন্টে উনি যেচে নিমন্ত্রণ চান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়াতে এ দিন ডেরেক ও'ব্রায়েনকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে কৃষক নেতাদের তৃণমূল নেত্রী জানান, কৃষকদের পাশে আছেন। আন্দোলন জারি রাখার বার্তাও দেন। মমতার কৃষক-তৎপরতায় সিপিএম নেতা মহম্মদ সেলিম জানতে চেয়েছেন, সংসদে যখন কৃষি বিলগুলি পাস হচ্ছিল, তখন তৃণমূলের ২২ জন সাংসদ কী করছিলেন? এর পাশাপাশি সেলিমের কটাক্ষ, ''উনি ইভেন্ট ম্যানেজার। বড় বিয়েবাড়ি দেখলেই যেচে ঢুকে পড়েন। সংসদ ও বিধানসভায় নিজের অবস্থান ঠিক করুন আগে। ওঁর কৃষি জমি কমিটির কী ভূমিকা? তাঁরা নেই কেন? উনি ব‍্যক্তিগত উদ্দেশ্যের জন্য এসব করতে চান। নারদা-সারদায় বাঁচার জন‍্য করছেন।'' 


এ দিন মমতার নির্দেশে দিল্লির সন্নিকটে কৃষক বিক্ষোভ পৌঁছন ডেরেক ও'ব্রায়েন। তাঁর ফোনেই কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে মুখ্যমন্ত্রী বার্তা দেন,''কৃষক ভাই-বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আমিও আন্দোলন করেছি। সবচেয়ে বেশিদিন অনশন করেছিলাম। এটা গোটা দেশের আন্দোলন। বাংলা থেকে সমস্ত রকম সাহায্য করব। আপনারা আন্দোলন জারি রাখুন।''     


আরও পড়ুন- কিষান সম্মান নিধি চালু করলেন না কেন? কৃষকদের মমতার ফোনে প্রশ্ন দিলীপের