`কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে`, দিলীপকে কটাক্ষ সেলিমের
দিলীপ ঘোষ বলেন, `এখন তাঁদের ইতিহাস কেউ পড়ে না। সত্যি কথা বলতে কি তারপর ওনার কোনও ইতিহাস লেখাও নেই।`
নিজস্ব প্রতিবেদন : 'কিছু লোক শুধু কচু আর গরুকেই চেনে।' ইতিহাসবিদ ইরফান হাবিবকে নিয়ে দিলীপ ঘোষের করা মন্তব্যের এভাবেই জবাব দিলেন মহম্মদ সেলিম।
সেলিম বলেন, "রামমোহন, বিদ্যাসাগর বেঁচে থাকলে, তাঁদের নিয়েও এমন মন্তব্য করতেন দিলীপ ঘোষ। কিছু লোক শুধু কচু আর গরুকেই চেনে। অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, ইরফান হাবিব সবাই তাই আক্রমণের মুখে। বিজ্ঞানের কথা, সম্প্রীতির কথা বললেই ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রকে শেষ করার এটাই ফ্যাসিস্ট কায়দা।"
প্রসঙ্গত, আজ রবিবার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপি শিক্ষক সেলের রাজ্য সম্মেলন ছিল। সেখানেই ইতিহাসবিদ ইরফান হাবিবকে নিয়ে দিলীপ ঘোষ বলেন, "ইরফান হাবিব যেটা করেছেন, এত বড় একজন ইতিহাসকার হয়ে ঠিক করেননি। এখন তাঁদের ইতিহাস কেউ পড়ে না। সত্যি কথা বলতে কি তারপর ওনার কোনও ইতিহাস লেখাও নেই। উনি দেশের টাকা বরবাদ করেছেন। তিনি ইতিহাসবিদ হয়ে যেভাবে বাধা দিচ্ছেন এটা কি তাঁর শোভা পায়? আসলে তাঁরা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন।"
আরও পড়ুন, এই যুবসমাজের জাতপাত, বৈষম্য, স্বজনপোষণে বিশ্বাস নেই, বছরের শেষ ‘মন কি বাতে’ বার্তা প্রধানমন্ত্রীর
বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের পরই পাল্টা সুর চড়ালেন মহম্মদ সেলিম। বলে রাখি, কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে ইরফান হাবিবের 'ধাক্কা' দেওয়ার অভিযোগকে ঘিরে তোলপাড় সব মহল। অভিযোগ, রাজ্যপাল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে শুরু করলে বিরোধিতা করেন হাবিব। যদিও সংগঠনের সদস্য থেকে উপস্থিত শিক্ষকরা পাল্টা দাবি করেছেন, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নিরাপত্তারক্ষীরাই নাকি হাবিবকে ঠেলে সরিয়ে দিয়েছেন।