ওয়েব ডেস্ক: রাজ্য মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স হবে কী না তা সোমবারের আগে স্পষ্ট হবে না। আজ সুপ্রিম কোর্টে এবিষয়ে শুনানি ছিল।  সুপ্রিম কোর্ট  বলেছে, রাজ্যের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের যদি আপত্তি না থাকে তাহলে সমস্যা নেই। সেক্ষেত্রে আগামি শনি ও রবিবার কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীদের বৈঠক হবে। কেন্দ্র সম্মতি দিলে শুধুমাত্র সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট । রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা সতেরোই মে।