মেট্রোয় ফের জঙ্গি হানার আশঙ্কা। দিল্লি থেকে এসেছে স্পেশাল অ্যালার্ট। তারপরই নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ। কাশ্মীর থেকে আনা হচ্ছে স্পেশাল ফোর্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাহানি ছবিতে সেলুলয়েডের পর্দায় মেট্রোয় হামলার সেই দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন দর্শকরা। কারণ প্রতিদিন যে কয়েক লক্ষ্য মানুষ মেট্রোয় যাতায়াত করেন তারা জানেন মেট্রোর নিরাপত্তা মানে কিছু পুলিস। আর অধিকাংশ স্টেশনে কিছু মেটাল ডিটেকটর গেট। এই নিরাপত্তা বলয় নিয়ে জঙ্গি নাশকতার মোকাবিলা করা সম্ভব? পেশোয়ারের সেনাস্কুলে ভয়াবহ জঙ্গি হানার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। দিল্লি থেকে স্পেশাল অ্যালার্ট এসে পৌছেছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। এখন গোটা মেট্রোর নিরাপত্তার দায়িত্বে আছে ৬০০ জন পুলিস। আছে ডগ স্কোয়াড। কাশ্মীর থেকে নিয়ে আসা হচ্ছে একশো জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানকে।


কিন্তু জনসংখ্যার ভারে ক্লান্ত কলকাতায় এই পরিকাঠামো দিয়ে মেট্রোর নিরাপত্তা বলয় মজবুত করা যাবে তো?