নিজস্ব প্রতিবেদন : মেয়রের পথে এবার কাউন্সিলর দেবাশিস কুমার। পুর নাগরিকদের সমস্যা -অভাব-অভিযোগ জানতে পঁচাশি নম্বর ওয়ার্ডে বসছে সাজেশন বক্স। যেকোনও বিষয়ে মতামত জানাতে চাইলে লিখে বক্সে ফেলে দিন। কাউন্সিলরের আশ্বাস, সুরাহা হবেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর ঘুরলেই ছোট লালবাড়িতে ভোট। লোকসভা ভোটের হিসেব ধরলে, খুব স্বস্তিতে নেই শাসকদল। নাগরিকদের মন টানতে পুর পরিষেবার মান উন্নয়নকেই পাখির চোখ করছে ঘাসফুল শিবির। দিদিকে বলো তো আছেই। চালু হয়েছে মেয়র অন কল। যেকোনও সমস্যা এক ফোনে সরাসরি মেয়রকে জানাতে পারছেন নগরবাসী। সেই পথে এবার কাউন্সিলার দেবাশিস কুমারও।



কুড়ি বছরের কাউন্সিলর। পঁচাশি নম্বর ওয়ার্ড তাঁর হাতের তালুর মতোই চেনা। তবুও, কোনও ঝুঁকি নিতে রাজি নন। মানুষের ক্ষোভ-সমস্যা আগেভাগে জেনে বুঝে নিতে চান তিনি। আর তাই দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক লাগোয়া এলাকায় তিনি রাখছেন দশটি সাজেশন বক্স। যেকোনও রকম সমস্যার কথা লিখে তা জমে করে দিন এই বক্সে।


আরও পড়ুন, রাজ্যপালের সব কথার উত্তর দেওয়ার সময় নেই রাজ্যের মন্ত্রীদের, কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের


লোকসভায় ভোটে ধাক্কা। তারপরই জনসংযোগে জোর শাসকদলের। মুখ্যমন্ত্রী-মেয়রের পথে কাউন্সিলরাও। সাতদিন অন্তর বক্সে জমা পড়া নাগরিকদের মতামত খতিয়ে দেখবেন কাউন্সিলর। সেইমতো নেওয়া হবে ব্যবস্থা। তবে, ভোটের আগে তত্‍পরতা এমনটা অবশ্য মানতে নারাজ কাউন্সিলর।