Mimi Chakraborty: `মানুষের করের টাকা সঠিক ভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি`, সরব মিমি
বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানিয়ে দেন বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। এবার সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন তিনি নিজেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, দেখা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানিয়েছেন যে ইস্তফা গ্রহণ করেননি সুপ্রিমো। তিনি মিমি চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ।
বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানিয়ে দেন বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। তিনি অকপটে জানিয়ে দেন যে সেই সব বাধার কথা তিনি দলনেত্রীকে জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে কারোর নাম বলার হলে তিনি আগেই বলতেন।
এবার সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন তিনি নিজেই। ফেসবুকে নিজের সাংসদ তহবিলের খরচের হিসাব তুলে ধরেছেন তিনি।