নিজস্ব প্রতিবেদন: বঙ্গে ভোট মানে অশান্তি-ঝামেলা। নির্বাচনী লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে চাননি। ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচন, সঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও  সামশেরগঞ্জে সাধারণ নির্বাচন। অভিযোগ-পাল্টা অভিযোগের পর্ব চলল এবারও। এসবের মাঝেও কিন্তু দেখা গেল সৌজন্যের ছবিও। ফিরহাদ হাকিম চা খেলেন সিপিএমের ক্যাম্পে। জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর শরীর-স্বাস্থ্যের খোঁজ নিলেন বিজেপি প্রার্থী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজোর আগে একমাত্র ভবানীপুরে কেন্দ্রেই উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দিনভর টানটান উত্তেজনার মধ্যেই চলল ভোটগ্রহণ। বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য কোনও বুথে যাননি। তবে, সকাল থেকে বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন তৃণমূল নেতারা। ব্যতিক্রম ছিলেন না মন্ত্রী ফিরহাদ হাকিমও।  চেতলায়, মন্ত্রীর বাড়ির অদূরেই ক্যাম্পে করেছিল বামেরা। ভবানীপুরে উপনির্বাচনে সিপিএম-র প্রার্থী তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। তাঁর সমর্থনে ক্যাম্পে বসেছিলেন দলের কর্মী-সমর্থকরা। বাড়ি থেকে বেরিয়ে যখন ক্যাম্পের কাছাকাছি পৌঁছন, তখন ফিরহাদ হাকিমকে চা খাওয়ার আহ্বান জানানো হয়।সেই আহ্বানে সাড়া দেন তিনি। লাল শিবিরে বসে চুমুক দেন লাল চায়ে!



আরও পড়ুন: WB By-polls 2021: ভবানীপুরে বিক্ষিপ্ত অশান্তি, মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন Mamata


মুর্শিদাবাদের জঙ্গিপুরে গাড়িতে চেপে ভোট দিতে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। পথের তাঁর সঙ্গে দেখা যায় বিজেপি প্রার্থী সুজিত দাসের। স্রেফ সৌজন্য বিনিময়ই নয়, দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাও বলেন দু'জনে। জঙ্গিপুর স্টেশনে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন। কয়েক মাস ভর্তি ছিলেন হাসপাতালে। এখন কেমন আছেন? তৃণমূল প্রার্থীর শরীর-স্বাস্থ্যের খোঁজ নেন বিজেপি প্রার্থী। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)