করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু ও তাঁর স্ত্রী, উপসর্গহীন তাই বাড়িতেই চিকিত্সাধীন
এই প্রথম রাজ্য়ের কোনও মন্ত্রী করোনা আক্রান্ত হলেন। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন, শাসকদলও।
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে উপসর্গ না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। বাড়িতেই চিকিত্সাধীন তিনি। এই প্রথম রাজ্য়ের কোনও মন্ত্রী করোনা আক্রান্ত হলেন। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন, শাসকদলও।
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে তাঁর বাড়ির পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ ধরা পড়ে। এরপরই মন্ত্রী বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁর নমুনা পরীক্ষা করান। উপসর্গহীন কোভিড পজেটিভ পাওয়া যায় তাঁর শরীরে।
'পরিযায়ী শ্রমিকরা রাজ্যের সম্পদ, তাঁদের করোনা সংক্রমণকারী অ্যাখ্যা দেওয়া দুঃখজনক'
এরপরই পরীক্ষা করা হয় মন্ত্রীর স্ত্রী, দুই ছেলে, মেয়ে এবং বাড়ির অন্য এক পরিচারিকার নমুনাও। মন্ত্রীর স্ত্রীর নমুনাও কোভিড পজেটিভ এসেছেI
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, মন্ত্রী ও তাঁর স্ত্রীর শরীরের উপসর্গ নেইI তাই তাঁদের হাসপাতালে রাখার প্রয়োজন পড়েনিI বাড়িতেই চিকিত্সাধীন তাঁরাI মন্ত্রীর সংস্পর্শে যাঁয়া এসেছেন, তাঁদেরও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছেI