বিধানসভায় কোন মন্ত্রীরা `মমতার সবথেকে কাছে`?
মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি। আবার তিনিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একাধারে দলনেত্রী, আবার অন্যদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বভাবতই তাঁর কাছে থাকার সৌভাগ্য সবার জোটে না। মিটিং মিছিলও হোক আর রাজ্যের বিধানসভাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব `কমফোর্ট জোনে` ঠাঁই পেয়েছেন মাত্র কয়েকজনই। কাঁরা এই জনা কয়েক?
ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি। আবার তিনিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একাধারে দলনেত্রী, আবার অন্যদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বভাবতই তাঁর কাছে থাকার সৌভাগ্য সবার জোটে না। মিটিং মিছিলও হোক আর রাজ্যের বিধানসভাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব 'কমফোর্ট জোনে' ঠাঁই পেয়েছেন মাত্র কয়েকজনই। কাঁরা এই জনা কয়েক?
পার্থ চট্টপাধ্যায়। (শিক্ষা মন্ত্রী)
শোভন চট্টপাধ্যায়। (বিদ্যুৎ মন্ত্রী)
জ্যোতিপ্রিয় মল্লিক। (খাদ্য মন্ত্রী)
সুব্রত মুখোপাধ্যায়। (পঞ্চায়েত মন্ত্রী)- এই চারজন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সারিতে বসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরের সারিতেই ক্যাবিনেট মন্ত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ মুখেরা স্থান পেয়েছেন।
বিধানসভায় বালির বিধায়ক বৈশালীর কাণ্ড দেখলে অবাক হবেন!
অমিত মিত্র। (অর্থ মন্ত্রী)
ফিরহাদ হাকিম। (নগর ও পুর উন্নয়ন মন্ত্রী)
পূর্নেন্দু বসু। (কৃষি মন্ত্রী)
অরূপ বিশ্বাস। (ক্রীড়া মন্ত্রী)-এই চারজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের সারিতেই বসেন।