নিজস্ব প্রতিবেদন : নারদকাণ্ডে গ্রেফতার প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। মির্জা-ই নারকাণ্ডে প্রথম গ্রেফতার হওয়া ব্যক্তি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তের মধ্যে কোটি টাকার লেনদেনের সূত্র ধরে ধরেই গ্রেফতার করা হয়েছে মির্জাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ধৃত মির্জাকে সোমবার পর্যন্ত ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। সূত্রে খবর, এই সময়ে বিজেপির এক নেতার সঙ্গে মুখামুখি বসানো হবে মির্জাকে। যার সঙ্গে মির্জার লেনদেন হয় বলে জানতে পেরেছে সিবিআই। আগামী দু’দিনের মধ্যেই ওই নেতাকে তলব করা হবে বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন, লড়াই সবে শুরু, নারদাকাণ্ডে মির্জার গ্রেফতারির পর প্রথম প্রতিক্রিয়া ম্যাথুর


সিবিআই-কে এই তথ্য দিয়েছেন নারদ কর্ণধার ম্যাথু স্যামুয়েল। সামনে আসেনি এমন কয়েকটি ফুটেজে কোটি টাকার লেনদেনের তথ্য লুকিয়ে আছে। ম্যাথুর দেওয়ার তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে একথা জানতে পারে সিবিআই। প্রসঙ্গত, সেই নেতা আগেই দলবদল করে বিজেপিতে গিয়েছেন। ওই নেতার সঙ্গে কোটি টাকার লেনদেনের কথা অস্বীকার করে যায় মির্জা। কিন্তু সে নিজেই স্টিং ক্যামেরা অপারেশনের সময় ম্যাথুর কাছে টাকার লেনদেনের কথা স্বীকার করেছিল। আরও পড়ুন, সোমবার পর্যন্ত ৫ দিনের সিবিআই হেফাজত এসএমএইচ মির্জার