সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর, নামল RAF
এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল।
নিজস্ব প্রতিবেদন: সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর স্থানীয়দের। নামানো হল RAF।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১তলা থেকে চিকিত্সকের মারণঝাঁপ!
এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে চিকিত্সাধীন ছিলেন। তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জ্বর পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় তাঁরই। এরপরই তাঁর সঙ্গীরা হামলা চালান হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF।
মৃতের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। আপাতত, হাসপাতালের আইসোলেশন ও জরুরি বিভাগ প্রহরায় পুলিসকর্মীরা।