নিজস্ব প্রতিবেদন: কাজে আসছে না প্রশাসনের প্রচার। চোর সন্দেহে গণধোলাই চলছেই। আর এবার কোনও পাড়া-গাঁ নয়, সাত সকালে চোর সন্দেহে গণধোলাইয়ের ঘটনা ঘটল খোদ শহর কলকাতার রাজপথে। কাজি নজরুল ইসলাম সরণির পাশে দক্ষিণদারিতে রাস্তার ডিভাইডারে চোর সন্দেহে ২ ব্যক্তিকে বেঁধে চলল গণধোলাই। পুলিস গিয়ে তাদের উদ্ধার করে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়দের অভিযোগ, দক্ষিণদারিতে উড়ালপুলের নীচে স্থানীয় কিছু বাসিন্দা গাড়ি রাখেন। দীর্ঘদিন ধরে সেখানে গাড়ির ব্যাটারি, তেল চুরি হচ্ছিল। পুলিসকে জানানোর পরও সমস্যার সমাধান হয়নি। বুধবার সকালে ২ ভবঘুরেকে চোর সন্দেহে আটক করে স্থানীয়রা। রাস্তার ডিভাইডারে বেঁধে চলে গণপ্রহার। এমনকী আগুন জ্বালিয়ে তাদের ভয় দেখানো হয়।


খবর পেয়ে সেখানে পৌঁছয় লেকটাউন থানার পুলিস। তারাই গিয়ে অভিযুক্তদের উদ্ধার করে। 


স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভরত পশুপ্রেমীদের বেধড়ক মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে


উড়ালপুলের নীচে গাড়ি রাখেন এমন এক ব্যক্তি জানান, গাড়ি থেকে ব্যাটারি - তেল চুরি হচ্ছিল একথা ঠিক। কিন্তু ২ যুবককে যাঁরা বেঁধে রেখেছিলেন তাঁরা কেউ গাড়ির মালিক নন। পুলিসকে বার বার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই আইন হাতে তুলে বাধ্য হয়েছেন স্থানীয়রা। তবে কাউকে মারধর করা হয়নি। ধৃতরাই চুরির সঙ্গে যুক্ত বলে নিশ্চিত বলে জানিয়েছেন ওই ব্যক্তি।